আজি বসন্ত জাগ্রত দ্বারে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:০০ পূর্বাহ্ণ

আজ হোক না রঙ ফ্যাকাসে / তোমার আমার আকাশে/ চাঁদের হাসি যতোই হোক না ক্লান্ত,/ বৃষ্টি নামুক নাই বা নামুক/ ঝড় উঠুক নাই বা উঠুক / ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত।

আজ ফাল্গুনের ১ তারিখ, ঋতুরাজ বসন্তের আগমনী দিন। বসন্তের আগমন নীরবে নিভৃতে হওয়ার জন্য নয়, তাকে বরণ করে নিতে হয়। এই প্রকৃতি যেমন তার সবটুকু দিয়ে অর্ঘ্য সাজিয়েছে, তেমনি নগরবাসীও বসন্তকে বরণ করে নেবে আপন রঙে। শীতের খোলস ছেড়ে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। পলাশ আর শিমুল গাছে লেগেছে আগুনের ছোঁয়া। প্রকৃতিতে মধুর বসন্তে সাজ সাজ রব। তাই তো প্রকৃতির সাজের সঙ্গে গুণ গুণ করে গেয়ে উঠছে মন, ‘আহা আজি এ বসন্তেকিংবা মনেতে ফাগুন এলো।’ ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে সিআরবির শিরীষতলা, সিটি কর্পোরেশন চত্বর, শিল্পকলা একাডেমি, থিয়েটার ইনস্টিটিউট, পাহাড়তলী আমবাগান শেখ রাসেল পার্কসহ বিভিন্ন স্থানে উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলার চিরায়ত গান, নাচ, আবৃত্তি, কথামালাসহ নানা আয়োজনে শুরু থেকেই মুখর হবে উৎসব অঙ্গন। আজ বসন্তের প্রথম দিনটি ভালোবাসা দিবসও। তাই আনন্দ আয়োজনেও ভিন্নমাত্রা থাকাটাই স্বাভাবিক। বাংলার প্রকৃতি, ভাষা, সমাজ, সংস্কৃতি ও সাহিত্যের বড় স্থান দখল করে আছে বসন্ত।

বসন্ত এলে প্রাণের তাগিদে প্রাণের মানুষকে খুঁজে ফিরে সবাই। মনে রং, বনে রং, সকলেই যেন রঙের মানুষ, রঙিলা বাতাসে ওড়ায় অন্তরের ফানুস। বসন্ত মানেই যৌবনকথা বসন্ত মানে সৃজন, জাগরণ আর উদ্বোধন। আমাদের প্রাণের ভেতরে যে আরেকটি প্রাণ আছে, জীবনের ভেতরে যে আরেকটি জীবন আছে, আত্মার গহীনে যে রূপঅরূপের আকাঙ্ক্ষা আছে, জীবন ও প্রকৃতির সমান্তরালে তাকে অনুভব ও উৎসরণের নামই বসন্ত। বসন্ত উৎসবে আজ নগরীর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

চিটাগাং উইম্যান চেম্বার : চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে হালিশহরস্থ আবাহনী মাঠে ৩য় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলা প্রাঙ্গনে আজ বিকাল ৪টায় পিঠা উৎসব ও বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। অনুষ্ঠানে থাকবে দিনব্যাপী পিঠা উৎসব, বসন্ত সাজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রমা : প্রমার বসন্ত উৎসব আজ সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সিআরবির শিরীষতলায় অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় রয়েছে দি চিটাগাং ভায়োলেনিস্টের পরিবেশনা। এছাড়াও রয়েছে নৃত্য, আবৃত্তি, সংগীত পরিবেশনা। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেনসিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, নিপ্পন পেইন্টের সিনিয়র ম্যানেজার (সেলসইস্ট) রিয়াদ ছিদ্দিকী। উৎসবের মিডিয়া পার্টনার দৈনিক আজাদী।

বোধন : নিপ্পন পেইন্ট বোধন বসন্ত উৎসব আজ নগরীর আমবাগান পাহাড়তলী রেলওয়ে জাদুঘর সংলগ্ন শেখ রাসেল পার্কে অনুষ্ঠিত হবে। বোধন সকাল ৮টা থেকে রাত ৯ টা পর্যন্ত দিনব্যাপী নানা অনুষ্ঠানসূচির আয়োজন করেছে। ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলামের বংশীবাদনের মধ্য দিয়ে প্রভাতি অধিবেশন শুরু হবে। এরপর রয়েছে বসন্তের কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য, যন্ত্রসংগীত, চিত্রাংকন, কথামালা ও ঢোলবাদন পর্ব। বিকাল ৩টায় উৎসব অঙ্গন থেকে বসন্তবরণ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে বৈকালিক অধিবেশন। বিকাল ৪টায় থাকছে শিল্পী প্রিয়তোষ বড়ুয়ার পরিচালনায় ‘ভায়োলেনিস্ট চিটাগং’ অর্কেস্ট্রা পরিবেশন। থাকছে একক ও দলীয় সংগীত, নৃত্য, একক আবৃত্তি। উৎসবের মিডিয়া পার্টনার দৈনিক আজাদী।

এদিকে বোধন ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ শিরোনামে নগরীর আন্দরকিল্লা সিটি কর্পোরেশন চত্ত্বরে বসন্তবরণ উপলক্ষে আজ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বোধন বসন্ত উৎসব উদযাপিত হবে। বসন্ত আবাহন, শোভাযাত্রা, আবৃত্তি, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য, পিঠাপুলির সমারোহে দিনব্যাপী এ উৎসব সাজানো হয়েছে। সকাল ৮:৩০ মিনিটে অঞ্চল চৌধুরীর আবৃত্তি ও শিল্পী রণধীরের পরিবেশনায় বংশীধ্বনির দলীয় বংশীবাদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। বিকেল ৩ টায় বসন্তবরণ উপলক্ষে শোভাযাত্রা আন্দরকিল্লা চত্ত্বর হতে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবে। বিকেল ৫ টায় কথামালায় প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, কাউন্সিলর

আবুল হাসনাত মো. বেলাল, শাহজাহান চৌধুরী, শফিউল আজম চৌধুরী বাহার, মো. নুর নবী প্রমুখ। এছাড়া রয়েছে স্বনামখ্যাত শিল্পীদের পরিবেশনায় একক ও দ্বৈত সংগীত ও একক আবৃত্তি।

পূর্ববর্তী নিবন্ধমো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত
পরবর্তী নিবন্ধশুধু ভালোবাসার দিন আজ