আজাদীবাজার সড়কটি মেরামত করা হোক

| মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ধর্মপুর ইউনিয়নস্থ ০১ নং ওয়ার্ডের একমাত্র যোগাযোগ সড়কটি (আমতলী টু আজাদীবাজার সড়ক) চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় ০৩ যুগ ধরে সড়কটির কোনও সংস্কার কাজ হয়নি। সড়কের এ বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে বিশেষ করে স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা এই বর্ষাকালে প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারছে না।

শুকনো মৌসুমে কোনও মতে সড়কে চলাচল করা গেলেও বর্ষাকালে এই সড়ক দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে বর্ষাকালে সর্ত্তা খালের অবৈধ বালু উত্তোলনকারীদের বালু বোঝাই জীপগাড়ির চলাচলের কারণে সড়কটির এরূপ বেহাল দশা। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও তারা কোনওরকম ব্যবস্থা গ্রহণ করেননি। এমতাবস্থায় এলাকাবাসীর দাবি, সর্ত্তা খালের অবৈধ বালু ব্যবসায়ীদের বালু উত্তোলন বন্ধ করে এবং গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধবোধবুদ্ধিহীনতা নয় দায়িত্বশীলতাই হোক আমাদের অর্জন
পরবর্তী নিবন্ধরবীন্দ্রনাথ ঠাকুর : সৃষ্টিতে অমর