আজাদী সম্পাদকের সাথে ইইউ পর্যবেক্ষকদের মতবিনিময়

চট্টগ্রামের নির্বাচনী পরিস্থিতি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আসন্ন নির্বাচনী পরিস্থিতি, প্রশাসনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের পরিবেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দুই সদস্য গতকাল সোমবার দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সঙ্গে মতবিনিময় করেছেন।

মতবিনিময়কালে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের লং টার্ম অবজারভার সুসানে গিয়েন্ডল ও ম্লাদেন কোবাসেভিচ চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকার রাজনৈতিক পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, প্রচার পরিস্থিতি, নির্বাচনী সংবাদ প্রচার এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে দৈনিক আজাদী সম্পাদকের সাথে আলোচনা করেন। তারা নিজেদের পর্যবেক্ষণও এই সময় তুলে ধরেন।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক চট্টগ্রামের নির্বাচনী ইতিহাস, স্থানীয় রাজনৈতিক সংস্কৃতি এবং গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে তাদের অবহিত করেন। তিনি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের দায়িত্ব ও চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন।

ইইউ পর্যবেক্ষকরা জানান, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করাই তাদের মিশনের মূল লক্ষ্য। এ ধরনের মতবিনিময় স্থানীয় বাস্তবতা বোঝার ক্ষেত্রে সহায়ক বলে মন্তব্য করেন তারা। এই সময় তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহায়তা করা, নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি করা এবং মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান দৃঢ় করাই মিশনের মুল লক্ষ্য। মতবিনিময়কালে দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকমিউনিটি সেন্টারে গায়ে হলুদ, ফাঁকা বাড়িতে লুট
পরবর্তী নিবন্ধদ্রুত পণ্য খালাসে সরকারের উদ্যোগ, আজ বৈঠক