আজাদী সম্পাদকের সঙ্গে দুবাই প্রবাসী দুই নেতার সৌজন্য সাক্ষাৎ

| শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা ইয়াকুব সৈনিক এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সাংবাদিক শিবলী আল সাদিক। এ সময় প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সমস্যা এবং এসব নিরসনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। গতকাল শুক্রবার সৌজন্য সাক্ষাৎকালে ইয়াকুব সৈনিক প্রবাসে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য ও প্রবাসীদের নিরাপদ বিনিয়োগ নিয়ে আলোচনা করেন। সাংবাদিক শিবলী সাদিক আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের দুর্ভোগ নিরসনে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সেই সাথে প্রবাসীদের ভিসা জটিলতা এবং কর্মসংস্থান নিয়েও আলোচনা করা হয়। এ সময় দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিরসনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি প্রবাসীদের চট্টগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। সেই সাথে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন নিয়ে রাষ্ট্রের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ সময় ঈদের পর আমিরাতে চট্টগ্রামের প্রবাসীদের নিয়ে একটি বৃহত্তর অনুষ্ঠান আয়োজনের বিষয় নিয়েও আলোচনা করা হয়।

শেষে আজাদী সম্পাদক এম এ মালেক দুবাই প্রবাসী দুই নেতাকে তাঁর নিজের লেখা বই ‘উল্টো থেকে’ উপহার দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাবাডিতে থাইল্যান্ডকে হারিয়ে ইরানের সামনে বাংলাদেশের নারীরা