সারাদেশের মত চট্টগ্রামেও চলছে ৪র্থ অর্থনৈতিক শুমারি। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের বাসভবনে অবস্থিত প্রাতিষ্ঠানিক কৃষি খামার থেকে তথ্য সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক। আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক শুমারি–২০২৪ এর কোতোয়ালী জোনের জোনাল অফিসার কমল দাশ ও সুপারভাইজার নুরুল ইসলাম।
উল্লেখ্য, এবারের শুমারিতে চট্টগ্রাম মহানগর এবং জেলার মোট ৫ লাখ ৩৮ হাজার ৫০টি খানা বা প্রতিষ্ঠানে অর্থনৈতিক শুমারি পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৩ লাখ ৭৩ হাজার ১৭৯টি স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং ১ লাখ ৬৪ হাজার ৮৭১টি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানার (পরিবার) তথ্য সংগ্রহ করা হচ্ছে।
শুমারির জন্য চট্টগ্রাম জেলায় ইতোমধ্যে ৩ হাজার ৯৬৩ জন তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহের কাজ করছে। যারা প্রতিটি খানা এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন। তাছাড়া আছেন ১১৯ জন আইটি সুপারভাইজার, ৭৬০ জন সুপারভাইজার, ১১৯ জন জোনাল অফিসার ও ৯ জন জেলা শুমারি সমন্বয়কারী। এছাড়া এ প্রকল্পের চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম–পরিচালক মো. ওয়াহিদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।