দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সাংবাদিকতায় একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
খোরশেদ আলম সুজন: দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সাংবাদিকতায় একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জ্ঞাপন করেন। অভিনন্দন বার্তায় তিনি লিখেন, এম এ মালেক দেশের প্রাচীনতম দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। দীর্ঘ সময় ধরে সংবাদপত্র সম্পাদনার পাশাপাশি চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম ক্লাব, লায়ন্স ক্লাব, চট্টগ্রাম সিনিয়রস ক্লাব, চট্টগ্রাম চেম্বার, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারসহ অগণিত সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তিনি। সেই ধারা বর্তমানে অব্যাহত রয়েছে। তাঁর সম্পাদিত দৈনিক আজাদী পত্রিকাটি ইতোমধ্যে চট্টগ্রামের মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এরকম বহুমাত্রিক গুণে গুণান্বিত একজন ব্যক্তিত্বকে সাংবাদিকতায় একুশে পদকের জন্য মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকেও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান সুজন। তিনি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।
মইনুদ্দীন কাদেরী শওকত : অভিনন্দন জানিয়ে সন্তোষ প্রকাশ করে ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস্ নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপির সাবেক সহ-সভাপতি, ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মইনুদ্দীন কাদেরী শওকত এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে বলা হয়, এম.এ. মালেক ৬২ বছর ধরে সাংবাদিকতা করে আসছেন। তিনি সংবাদপত্র, সাংবাদিক, সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও গণমানুষের সেবা করে আসছেন আজীবন।
আইইবি : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটি, কাউন্সিল এবং চট্টগ্রামের সকল প্রকৌশলীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় বলেন, তাঁর মতো বিরল ব্যক্তিত্বকে এই সম্মানে ভূষিত করায় চট্টগ্রামবাসীর সাথে সাথে প্রকৌশলী সমাজও আনন্দিত ও গর্বিত। তাঁরা বলেন, এম. এ. মালেকের এই গৌরবোজ্জ্বল অর্জনে চট্টগ্রামের জনগণ বিশেষ করে গণমাধ্যমকে নতুন করে সম্মানিত করা হলো।
ঘাসফুল চেয়ারম্যান ড. মঞ্জুর উল আমিন চৌধুরী : এম. এ. মালেককে অভিনন্দন জানিয়েছেন ঘাসফুল চেয়ারম্যান ড. মঞ্জুর উল আমিন চৌধুরী। তিনি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।