আজাদী সম্পাদক এম এ মালেকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

| শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:৫০ অপরাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলামের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সুস্থতা কামনায় আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. তসলিম উদ্দিন। মোনাজাতে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী ও আঞ্জুমানের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। এছাড়াও ওয়াজেদীয়া কামিল এম এ মাদরাসা এবং মোহরা কাদেরীয়া শাহী জামে মসজিদের উদ্যোগে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজেদীয়া কামিল এম এ মাদরাসায় মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা জাহেদ হোসেন খান এবং মোহরা কাদেরীয়া নুরিয়া শাহী জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আহসান উল্লাহ আতিকী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী সমাজকে আত্মবিশ্বাসের পথ দেখিয়েছিলেন জিয়াউর রহমান
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা