রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে গতকাল নগরীর একটি হোটেলে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা আবুল কাশেম নূরী (মু.জি.আ) বলেন, দেশ ও সমাজে বিরাজিত যাবতীয় অন্যায় অনাচার এবং যৌতুক, মাদকের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদী যথাসাধ্য ভূমিকা রাখছে। আজাদী গণমানুষের মুখপত্র। এ সময় উপস্থিত ছিলেন এস এম আজিজ, সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যন মাহমুদুল হক রাজিব, যুগ্ম মহাসচিব জাহিদুল হাসান রুবায়েত, মাওলানা আব্দুল কাদের রজভী, সংগঠক মুুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, হাফেজ আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ মিনহাজ নূরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।