আজাদী প্রতিদিনের কাগজ

সুলতানা নুরজাহান রোজী | সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

তুমি আমার সকাল বেলার পাখি। সারাদিনের ক্লান্তি ভুলে স্নেহ মায়া সুখ মাখি। মন ভরিয়ে অন্তহীন ভালোবাসার চোখে তোমাকে দেখি। তুমি আমার সকালে ধোঁয়া ওঠা এককাপ চায়ের সঙ্গী। তুমি প্রতিদিনের গল্প হয়ে অসীমের সীমানায় হারিয়ে যাওয়া সঙ্গী। তুমি আমার ছোট বেলার ঘুম ভাঙ্গা প্রহর, কিশোরী থেকে যৌবন পেরিয়ে মাঝবয়সী মন আদরে চমকে দেওয়া সেই মুগ্ধতা- সেই ভালোবাসা। এক চিলতে হাসি ফুটে ওঠা -এখনো প্রাণচাঞ্চল্য ফিরেছে বেলা ছুঁয়ে যাওয়া তোমাকে আমার আজন্ম লালিত ভালোবাসা প্রিয় দৈনিক আজাদী প্রিয় কাগজ!

পূর্ববর্তী নিবন্ধশুভ জন্মদিন দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধহোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন: আবারও উত্তপ্ত নগরী, সমাধান কোথায়