আজাদী ছিল, আজাদী আছে, আজাদী বেঁচে থাকবে হাজার বছর

হাবিবুল হক বিপ্লব | রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

আজাদীর পথচলা শুভ হোক, আজাদী বেঁচে থাকুক হাজার বছর। দেশে বা প্রবাসে যেখানেই থাকি, সকালটা শুরু হয় আজাদীর অনলাইন ভার্সন এর সাথে এক কাপ চা সহ,এ অভ্যাস টা বাবা থেকে পাওয়া,বাবা কে দেখতাম হকার যদি কোন কারণে সকালের পত্রিকা দিতে দেরি করতো তবে উনি হকার কে বকাঝকা করতেন,সকাল বেলা ১ ঘন্টা সময় নিয়ে চা এর সাথে আজাদী ছিলো উনার প্রাত্যহিক সঙ্গী। করোনা সংকটের সময় পাঁচ মাস দেশের বাইরে আটকে ছিলাম এসময়টাতে দেশের খবর, প্রিয় চট্টগ্রামের খবর পেতে আজাদীই ছিল প্রথম ভরসা। কিছু অনাকাঙ্ক্ষিত কারণে তখন ষোল দিন আজাদী প্রকাশিত হয়নি, সেই ষোল দিনের প্রতিটা সকাল শুরু হতো কিছু একটা নেই, হারিয়ে গেছে এই মনোভাবে, বুকের ভেতর কোথাও যেনো চিনচিন করা একটু ব্যথা অনুভব করছিলাম। অবশেষে যখন সব সংকটের অবসান, আজাদী প্রকাশিত হলো, সেই ১৫ আগস্ট সকালের চা টা খেলাম সুদূর প্রবাসে বসে তৃপ্তির সাথে। এবারে দেশে যখন জুলাই আন্দোলন, প্রবাসেই ছিলাম, নিজ শহরের নিজ দেশের খবর পেতে প্রথম ভরসা ছিল আজাদীর ই পেপার। আজাদী ছিল, আজাদী আছে, আজাদী বেঁচে থাকবে হাজার বছর চট্টগ্রাম তথা বাংলাদেশের মানুষের মননে চিন্তায় পঠনে।

পূর্ববর্তী নিবন্ধদূর হয়ে যাক ক্রান্তিকাল
পরবর্তী নিবন্ধপ্রাণের বন্ধনে প্রিয় দৈনিক আজাদী