দৈনিক আজাদী দীর্ঘদিন ধরে চট্টগ্রামের দুঃখ–দুর্দশা, অভাব–অনটন, সংকট আর সম্ভাবনার কথা তুলে ধরতে ধরতে বর্তমানে এই অঞ্চলের মানুষের ভালোবাসার মুখপত্রে পরিণত হয়েছে। চট্টগ্রামের গণমানুষের কথা বলার জন্য–সর্বোপরি বঞ্চিত ও অবহেলিত জনপদের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ১৯৬০ সালে যাত্রা শুরু করেছিল দৈনিক আজাদী। আজকাল আজাদী শুধু একটি সংবাদপত্রই নয়, এটি এখন চট্টগ্রামের দর্পণ হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। এই আজাদী পত্রিকা যুগ যুগ ধরে তৈরি করেছে অসংখ্য নবীন–প্রবীণ লেখক, কবি, সাহিত্যক, সাংবাদিক পাঠকবৃন্দ যা সত্যিই প্রশংসনীয় ও অতুলনীয়। আমি আজাদীর একজন ক্ষুদ্র লেখক ও পাঠক হিসেবে দৈনিক আজাদীর ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজাদী পরিবার ও আজাদীর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি সালাম ও অভিবাদন জ্ঞাপন করছি।