আজাদী কার্যালয় পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৯:১৮ পূর্বাহ্ণ

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) একদল শিক্ষার্থী গতকাল দৈনিক আজাদী কার্যালয় পরিদর্শন এবং পত্রিকা প্রকাশনার বিভিন্ন দিকের সাথে পরিচিত হয়েছেন। ‘ইন্ট্রুডাকশন টু জার্নালিজম’ প্রোগ্রামের অংশ হিসেবে বাংলাদেশসহ তিনটি দেশের একদল শিক্ষার্থী তাদের শিক্ষক সায়মা আলমের নেতৃত্বে দৈনিক আজাদী কার্যালয়ে আসেন। একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক তাদের স্বাগত জানান এবং পত্রিকা প্রকাশনার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

শিক্ষার্থীরা দৈনিক আজাদীর বার্তা বিভাগ, কম্পিউটার বিভাগ এবং প্রেস ঘুরে দেখেন। এসময় তাদেরকে প্রেসে কিভাবে পত্রিকা ছাপানো হয় তা দেখারও সুযোগ করে দেয়া হয়। আজাদী সম্পাদক এম এ মালেক শিক্ষার্থীদের ভবিষ্যতে একজন ভালো মানুষ হওয়ার আহ্বান জানান। এই সময় দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, বার্তা সম্পাদক দিবাকর ঘোষ এবং চিফ রিপোর্টার হাসান আকবর শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ব্রিফ করেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ফ্যাকাল্টি সায়মা আলম কোমলমতি দেশিবিদেশি শিক্ষার্থীদের এমন একটি সুযোগ করে দেয়ায় দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধঘুমের মধ্যে স্ট্রোক করে যুবকের মৃত্যু