আজভস্তালের ৯৫৯ সেনার আত্মসমর্পণ

| বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

 

ইউক্রেনের মারিওপোলের আজভস্তাল স্টিল কারখানা থেকে প্রায় এক হাজার সেনা আত্মসমর্পণ করেছে করেছে বলে দাবি করেছে রাশিয়া। গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত একদিনে আজভস্তাল স্টিল কারখানা থেকে ৬৯৪ যোদ্ধা আত্মসমর্পণ করেছে। গত সোমবার থেকে ওই স্টিল কারখানা থেকে সেনাদের বের করে আনা শুরু হয়। আহত সেনাদের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। তবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে গত একদিনে কতজন আত্মসমর্পণ করেছেন তা জানানো হয়নি। খবর বাংলানিউজের।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

পূর্ববর্তী নিবন্ধআমাদের একজন চার্লি চ্যাপলিন দরকার
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার আগমনে গণতান্ত্রিক সংগ্রামের পুনরুদ্বার ঘটে