দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশের (সিটিবি) মেধাবৃত্তি পরীক্ষা নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে গতকাল শুক্রবার সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার হল পরিদর্শন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক পালিত, ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি বাবুন ঘোষ বাবুন, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শম্ভু দাশ, অধ্যক্ষ মনোজ দেব, ডা. বিধান সেনগুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) রাজীব ধর তমাল, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক বিপ্লব পার্থ, অধ্যাপক শুভাশীষ দাশ রকেট, কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের আহবায়ক অধ্যাপক ঝন্টু বড়ুয়া, সদস্য সচিব বাপ্পী দে, যুগ্ম আহবায়ক সুব্রত সেন, সদস্য সুকান্ত মজুমদার, প্রান্ত বসাক, জীবন মিত্র রাজ, কল্যাণ ফ্রন্ট দক্ষিণ জেলার সদস্য সচিব উজ্জ্বল বরন বিশ্বাস, কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংসদ বিপ্লব চৌধুরী বিল্লু, সংগঠক উৎসব চৌধুরী, চকবাজার থানা বিএনপি নেতা ওমর ফারুক, চকবাজার থানা যুবদল নেতা মো. কামাল হোসাইন, চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ মুন্না, চকবাজার থানা ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম তারেক, মো. আরিফুল ইসলাম, আবু বকর সিদ্দিক, কে.এম তাজজিয়ান, মহসিন কলেজ ছাত্রদল নেতা মো. আশেক হোসাইন। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক, মহাসচিব প্রবাল দে, পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যক্ষ অনুপ চক্রবর্তী, সদস্য সচিব শিক্ষক প্রসূন চৌধুরী ও সমন্বয়কারী প্রধান শিক্ষক সুপন মল্লিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র–ছাত্রী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আরো উপস্থিত ছিলেন নারায়ণ চন্দ্র মজুমদার, জগদীশ মল্লিক, রতন কান্তি দে, ডা. দেবাশীষ মজুমদার, রাজীব দে শম্ভু, শ্যামল বিশ্বাস, এস প্রকাশ পাল, মিরাজ দাশ জয়, বিপ্লব চৌধুরী, সৈকত ভট্টাচার্য, কাজল পালিত, বিভাস দাশ, প্রদীপ দাশ পরাগ, তপন ধর, আপন দাশ, সাগর দাশ প্রমুখ। পরিদর্শনকালে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব রয়েছে। এই ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা নিজেদের ঋদ্ধ করে বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে পারবে। আজকের মেধাবী ছাত্ররাই ভবিষ্যতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। প্রেস বিজ্ঞপ্তি।