প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘ওয়ার্কশপ অন ওবিই কারিকুলাম : কম্পিউটেশন অব সিও–পিও অ্যাটেইনমেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্রাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিভিশনের পরিচালক ড. দুর্গা রানী সরকার, আইকিউএসি–প্রিমিয়ার ইউনিভার্সিটির পরিচালক প্রফেসর ড. তৌফিক সাঈদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ–উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, আইকিউএসি–প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক প্রফেসর এম. মঈনুল হক ও মো. ইফতেখার মনির, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্রাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিভিশনের উপ–পরিচালক বিষ্ণু মল্লিক।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, আজকের বিশ্ব শিক্ষা ও জ্ঞানের বিশ্ব। যে–জাতি যতবেশি শিক্ষিত হবে, সে–জাতি উন্নতির দিক দিয়ে ততবেশি এগিয়ে যাবে।