আজই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন রাজ্জাক ও শাহরিয়ার নাফীস

| শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

এখনো ক্রিকেট না ছাড়লেও এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যোগ দিয়েছেন সাবেক জাতীয় তারকা আবদুর রাজ্জাক। এবার তাই ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন দেশের সেরা এই স্পিনার। আজ শনিবার ব্যাড-প্যাড তুলে রাখার ঘোষনা দেবেন রাজ্জাক। অবশ্য তার সাথে আজ ক্রিকেটকে বিদায় বলে দেবেন আরেক তারকা ক্রিকেটার শাহরিয়ার নাফীস। যেহেতু এখন মাঠে ঘরোয়া কোন ক্রিকেট নেই সেহেতু এই দুই ক্রিকেটারের মাঠে ক্রিকেটকে বিদায় বলার কোন সুযোগ নেই। তাই মাঠের বাইরে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষনা দেবেন এ দুজন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘কোয়াব’ ওই অবসর অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানা গেছে। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই দুজনের অবসরের কথা। ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে প্রথম ২০০ উইকেটশিকারি আব্দুর রাজ্জাক ১৩ টেস্টে নিয়েছেন ২৮ উইকেট। আর ১৫৩ ওয়ানডেতে নিয়েছেন ২০৭ উইকেট। ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৪ উইকেট নিয়েছেন আবদুর রাজ্জাক। অন্যদিকে দেশের ক্রিকেটের সবসময়ের অন্যতম সফল ওপেনার শাহরিয়ার নাফীস ২৪ টেস্টে একটি সেঞ্চুুরি এবং ৭টি হাফ সেঞ্চুরিসহ ১২৬৭ রান করেন। ৭৫ ওয়ানডেতে তার রয়েছে ৪টি সেঞ্চুরি এবং ১৩টি হাফ সেঞ্চুরি। রান করেছেন ২২০১। তবে দেশের হয়ে ১টি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাফীস। যেখানে তিনি করেছেন ২৫ রান।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল দলগুলির আগ্রহের তালিকায় মোস্তাফিজ মাহমুদউল্লাহ-সাইফউদ্দিন
পরবর্তী নিবন্ধসিসিএ সেক্রেটারি কাপ ক্রিকেটে তিনটি ম্যাচ সম্পন্ন