আজ হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

মাত্র কদিন হলো টিটোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সে আনন্দ যেন বেশিদিন স্থায়ী হচ্ছে না। উল্টো প্রতিশোধই যেন নিয়ে নিচ্ছে আফগানরা। কারণ এরই মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। আজ তাই হোয়াইট ওয়াশের শোধ নেওয়ার দিন আফগানদের জন্য। অপরদিকে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হোয়া্‌ইট ওয়াশ এড়ানো। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সমপ্রচার করবে টিস্পোর্টস এবং নাগরিক টিভি। প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটো হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানের বড় হারে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। অথচ আত্মাবিশ্বাসী হয়েই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কারণ ওয়ানডের আগে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তার উপর ওয়ানডে ফরম্যাটে সবসময়ই ভাল দল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে সেটা যেন মিলছেনা বাংলাদেশের মাঠের লড়াইয়ের সাথে। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে খেলতে নামার আগে চারটি ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ দল। সে বলয় থেকে বেরিয়ে আসতে পারেনি আফগানদের বিপক্ষে সিরিজেও। টিটোয়েন্টির পারফরমেন্স ধরে রাখতে না পারায়, আফগানদের কাছে ওয়ানডে ফরম্যাটে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়েছে মেহেদি হাসান মিরাজের দল। মূলত ব্যাটারদের ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। একই সমস্যা টিটোয়েন্টি সিরিজেও লক্ষ্য করা গেছে। কিন্তু ভাগ্যের সহায়তায় টিটোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই জয় পায় টাইগাররা। তবে আফগানিস্তান সিরিজের আগ থেকেই ওয়ানডেতে বাজে সময় পার করছিল বাংলাদেশ। আফগানিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকে বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে ১০টিতে হেরেছে টাইগাররা। হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তিনি বলেন টপ অর্ডারে আমাদের বড় জুটি দরকার ছিল। কিন্তু কোনও ব্যাটারই দায়িত্ব নিতে পারেনি। এটি খুবই হতাশাজনক। এখনও আমাদের একটি ম্যাচ বাকি আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটারদের আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে। কারন আমাদের বোলাররা প্রতিটা ম্যাচেই ভাল করছে। কিন্তু ব্যাটাররা পারঠেনা। তাই শেষ ম্যাচে লজ্জার হাত থেকে বাঁচতে হলে ব্যাটারদেরই আজ দায়িত্ব নিতে হবে। এই ম্যাচে আমাদের জয়ের কোন বিকল্প নেই। আমরা হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে চাইনা। এই লজ্জা এড়াতে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। ওয়ানডেতে পরিসংখ্যানে এখনো এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় আছে ১০ ম্যাচে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে শুধুমাত্র বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না, ওয়ানডেতে জয় ও হার বিবেচনায় প্রথমবারের মত টাইগারদের সমান হবে আফগানিস্তান। তাই বাংলাদেশ দল চাইবেনা তেমন কোন কিছু হোক।

পূর্ববর্তী নিবন্ধশাহনগরে স্কুল ব্যাচ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধআনোয়ারা মিনিবার অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন