শ্রীলঙ্কা সফরে অনেকটাই পর্যুদস্ত বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে সিরিজ হারের পর টি–টোয়েন্টি সিরিজেও বেহাল দশা তাদের। প্রথম ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। ব্যাটিং বোলিং কোনটাতেই যুত করতে পারছে না তারা। এই অবস্থায় তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে আজ রোববার ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচ হেরে নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে টানা ছয় ম্যাচ হারল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতলে হারের বৃত্তও ভাঙতে পারবে টাইগাররা।
বাংলাদেশের বোলিং কোচ মুশতাক আহমেদ জানান, ব্যাটারদের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে। তিনি বলেন, যখন একজন ব্যাটার ফর্মে থাকে এবং ৩০–৪০ রান করে তখন তার পরের লক্ষ্য হওয়া উচিত ৭০–৮০ রানের ইনিংস খেলা। তিনি আরও বলেন, শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে ভালো করেছেন কুশল মেন্ডিস। ধারাবাহিকতা ধরে রেখে বড় ইনিংস খেলছেন তিনি। আমাদের বোলাররা তার কারণে সমস্যায় পড়েছে। আমাদের দলের জন্য একজন ব্যাটারের একই কাজ করা উচিত।
প্রথম টি–টোয়েন্টি ম্যাচে শুরুটা ভালো হলেও শেষটা আর ভালো হয়নি। মুশতাক আরও বলেন, বাংলাদেশের ব্যাটাররা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারছেন না। যখন পরিকল্পনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, তখন সেটি কাজে লাগাতে পারেনি ব্যাটাররা। ক্রিজে এসে রিভার্স–সুইপ ছক্কা মেরে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন শামীম। তিনি বলেন, চ্যালেঞ্জিং উইকেটে জয়ের জন্য লড়াকু স্কোর দরকার পড়ে। এজন্য ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হয় এবং ভালো শুরুর পর ইনিংস বড় করতে হয়।
দ্বিতীয় টি–টোয়েন্টিতে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। ঊরুর ইনজুরিতে প্রথম ম্যাচে খেলেননি জাকের আলি। যদি দ্বিতীয় ম্যাচের আগে ফিট হয়ে যান তাহলে একাদশে ফিরবেন জাকের। এছাড়াও একাদশে ফিরতে পারেন প্রথম ম্যাচে বাদ পড়া পেসার মোস্তাফিজুর রহমান।