আজ হযরত বায়েজিদ বোস্তামীর (রা.) বার্ষিক ওরশ

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

আজ শনিবার সুলতানুল আরেফীন হযরত বায়েজিদ বোস্তামীর (রা.) বার্ষিক ওরশ দরগাহ্‌ শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ওরশ শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে খাজেগান, গেয়ারবী শরীফ, দেশখ্যাত আলেম ওলামা ও পীর মাশায়েখগণের মাধ্যমে হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রা.)’র জীবনী আলোচনা, ওয়াজ মাহফিল, ফাতেহা শরীফ, আখেরী মুনাজাত ও তবরুক বিতরণ।

উক্ত ওরশ শরীফে জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে হযরতের ভক্ত ও অনুরক্তদের উপস্থিত হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষ বিজয়ী হলে গণতন্ত্র জয়লাভ করবে
পরবর্তী নিবন্ধমাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ধানের শীষ আজ সময়ের দাবি