সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে হলিউডের জনপ্রিয় কিংসম্যান সিরিজের নতুন সিনেমা ‘দ্য কিংস ম্যান’। ২০১৪ সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম সিনেমা ‘কিংসম্যান : দ্য সিক্রেট সার্ভিস’ অপ্রত্যাশিত সাড়া জাগিয়েছিলো। এরপর থেকেই দর্শক মুখিয়ে ছিলেন সিক্যুয়ালের। ২০১৭ সালে মুক্তি দেয়া হয় দ্বিতীয় সিনেমা ‘কিংসম্যান : দ্য গোল্ডেন সার্কেল’। এতে অভিনয় করেন কলিন ফার্থ, জুলিয়ান মুর, হ্যালি বেরি, চ্যানিং ট্যাটাম, জেফ ব্রিজেসের মতো বাঘা বাঘা তারকারা। ছিলেন বিখ্যাত ব্রিটিশ গায়ক অ্যালটন জনও। এবার মুক্তি পাচ্ছে সিরিজের তৃতীয় সিনেমা ‘দ্য কিংস ম্যান’। তবে এবারের সিনেমায় বদলে গেছে অনেক কিছুই। পরিচালনায় যথারীতি ম্যাথিউ ভন থাকলেও আগের সিনেমার তারকাদের দেখা যাবে না। এতে অভিনয় করেছেন রাফ ফ্লেনেস, জেমা আর্টারটন, ম্যাথিউ গুডি, টম হল্যান্ডার, হ্যারিস ডিকিনসন, চার্লস ড্যান্ডস প্রমুখ। গত ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে এবং ২৬ ডিসেম্বর যুক্তরাজ্যে সিনেমাটি মুক্তি পায়। ভারতে মুক্তি পেয়েছে ৩১ ডিসেম্বর। এছাড়াও সিলভার স্ক্রিনে থাকছে বক্স অফিস মাতানো সুপার হিরো হলিউড মুভি ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’। প্রেস বিজ্ঞপ্তি।