আজ সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে দারুণ একটা সময় কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে ইংল্যান্ডকে হারানোর পর টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও দুর্দান্ত বাংলাদেশ। ইংলিশদের দাঁড়াতেই দিল না প্রথম দ্বিপাক্ষিক টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। আর সে ম্যাচে ইতিহাস গড়া জয় টাইগারদের।

ইংলিশদের বিপক্ষে প্রথম টিটোয়েন্টি ম্যাচে জয়। অবশ্য এর আগে একটি মাত্র ম্যাচ খেলেছে টাইগাররা এই ইংলিশদের বিপক্ষে। তবে এবারের যাত্রাটা যেন একেবারে নতুনভাবে হলো নিজেদের মাঠে। তাই আজ যখন দ্বিতীয় ম্যাচে নামবে সাকিবের দল তখন আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ শিবির। কারণ এই আত্মবিশ্বাস যে চট্টগ্রাম থেকে নিয়ে গেছে সাকিবের দল।

যদিও টিটোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাছাড়া টিটোয়েন্টি ক্রিকেটটা এখন অন্যরকমভাবে খেলছে ইংলিশরা। তাদের বিপক্ষে প্রথম জয়টা একটা অন্যরকম অনুভূতি হয়েই যেন এসেছে বাংলাদেশের জন্য। আজ আবার ইংলিশদের সামনে বাংলাদেশ। যেখানে স্বাগতিকদের প্রত্যাশা সিরিজটি নিশ্চত করা। অপরদিকে সফরকারীদের লক্ষ্য সিরিজে ফেরা। আর সে জন্য জস বাটলারের দল যে মরণ কামড় দেবে সেটা পরিষ্কার করেই বলা যায়। যদিও বাংলাদেশও প্রস্তুত বলে জানিয়েছে দলটির আগের ম্যাচের জয়ের অন্যতম নায়ক এবং পেসার হাসান মাহমুদ। এই তরুণ তুর্কি বলেন, আমরা ম্যাচটা জিততে মাঠে নামব। ইংলিশরা অবশ্যই শক্তিশালী দল। তবে আমরা আমাদের কাজটা করে যাব।

টিটোয়েন্টি ক্রিকেটে ভালো শুরুটা বরাবরই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আগের ম্যাচে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন দাশ এবং রনি তালুকদার। এরপর বাকি কাজটা অনেকটাই এগিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর শেষটা করেছেন সাকিব এবং আফিফ। বল হাতেও সব বোলারই দারুণ ভূমিকা রেখেছেন। আর ফিল্ডিংয়ে বাংলাদেশ করেছে অসাধারণ। সব মিলিয়ে বলা যায়, প্রথম ম্যাচটা যেন ছিল দারুণ এক টিম কম্বিনেশন। আর সেটারই পুনরাবৃত্তি ঘটাতে চায় টাইগাররা আজকের ম্যাচে। যদিও ঢাকার মাঠের উইকেট কেমন আচরণ করে সেটাও একটি বড় বিষয়। তবে সিরিজ নিশ্চিত করতে হলে অল আউট ক্রিকেট খেলতে হবে বাংলাদেশ দলকে ইংলিশদের বিপক্ষে। আজকের ম্যাচটি জিতে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ দল। বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধবন্দর থেকে কন্টেনার পাচারে জড়িত ৮ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিন বিকলের দেড়ঘণ্টা পর ছাড়ল সোনার বাংলা