আজ সারাদিন

সুবর্ণা দাশ মুনমুন | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

হেসে ভেসে গেছে হোগলার বন ডাহুকের ডানা ছুঁয়ে

আঁখি ছলছল ঢালে অবিরল সাত আসমান নুয়ে।

কার যেন আজ স্নানের সময় ভিজেছে সজল চোখ

হেসে লুটোপুটি মেঘেদের ছুটি এবেলা বৃষ্টি হোক।

খোলা বিল জুড়ে হেসে খিলখিল খলশের ছেলেবেলা

হাসেদের দলে দিনমান চলে জল ছোঁয়াছুঁয়ি খেলা।

উঠোন ডিঙিয়ে বৃষ্টিরা গেছে শঙ্খের ভরা বুকে

যত পদধূলি ধুয়ে নিল শত রাজপথ স্নান সুখে।

কোন গাঁয়ে আজ উপোস দুপুর হয়নিতো ভাত বাড়া

পাতা জ্বালা ঘ্রাণে উষ্ণ উনানে জেগে উঠে দূর পাড়া?

ছুঁয়ে ছুঁয়ে গেছে শ্রাবণের জল বাঁশ পাতাদের ঠোঁটে

পাহাড়ি মেঘের নীল মেখে মেখে ছোট বুনোফুল ফোটে।

নিরব নিথর চড়ুইয়ের ঘর ফিঙেদের বারবেলা

একপায়ে আজ ভিজেছে শহর হাসিমুখে চারবেলা।

ফোঁটায় ফোঁটায় সিক্ত প্রহর যত কথা হলো বলা

আজ সারাদিন বৃষ্টি রঙিন মেঘেদের ছলাকলা।

পূর্ববর্তী নিবন্ধমুজিব তুমি জাগো
পরবর্তী নিবন্ধআগস্ট মাসে