আজ সারা দেশে বিপণিবিতান খোলা থাকবে

দোকান মালিক সমিতির সিদ্ধান্ত

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৪:০৯ পূর্বাহ্ণ

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির দিনে রাজধানীসহ সারাদেশের বিপণিবিতান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

গতকাল বুধবার ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা থাকবে।

খবর বিডিনিউজের। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেন, একটা দলের তো লকডাউন কর্মসূচি ছিল; হরতাল ঘোষণা হলে তো অনেকে বন্ধ রাখে। তাই ভুল বোঝাবুঝি যাতে না হয়, সেজন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে একযোগে খোলা রাখার।

ঢাকায় এলাকা ভেদে বিপণিবিতানের সাপ্তাহিক বন্ধের দিন আলাদা আলাদা হয়। বৃহস্পতিবারও অনেক এলাকায় সাপ্তাহিক ছুটি রয়েছে। তারাও কি দোকান খোলা রাখবে, এমন প্রশ্নের উত্তরে নাজমুল হাসান বলেন, যাদের সাপ্তাহিক বন্ধ, তারা বন্ধই রাখবে।

জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। পাশাপাশি ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে দলটি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার কৃষকলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচাহিদার ২০ ভাগ টিকিটও দিতে পারছে না রেল কর্তৃপক্ষ