আজ সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের ১ম মৃত্যুবার্ষিকী

মহনগর আ. লীগের আলোচনা সভা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ জুন, ২০২৪ at ৬:৫৮ পূর্বাহ্ণ

সাবেক সফল নৌ পরিবহন মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, চট্টগ্রাম১০ আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আফছারুল আমীনের ১ম মৃত্যুবার্ষিকী আজ।

২০২৩ সালের ২ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রয়াত এই নেতার মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে আজ বাদ আসর দক্ষিণ কাট্টলীস্থ মো. হোসেন চৌধুরী জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. মো. আফছারুল আমীনের জ্যেষ্ঠ সন্তান মো. ফয়সাল আমীন।

এদিকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ডা. মো. আফছারুল আমীনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নগরীর কাজির দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ৯টায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও দলীয় কাউন্সিলরদের ইউনিট আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সাংগঠনিক সফরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধবেনজীর দেশত্যাগ করেছেন কিনা জানি না : স্বরাষ্ট্রমন্ত্রী