আজ সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ বিএম আবুল কাশেম মাস্টারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে মরহুমের দক্ষিণ সলিমপুরস্থ পারিবারিক কবরস্থানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন অনুরোধ জানিয়েছেন।