আজ সাংবাদিক-সাহিত্যিক বিমলেন্দু বড়ুয়ার ১৯ তম মৃত্যুবার্ষিকী

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

সাংবাদিক ও সাহিত্যিক বিমলেন্দু বড়ুয়ার ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছেকাজীর দেউড়িস্থ বাসভবনে পুষ্পার্ঘ অর্পণ ও স্মরণসভা। বিমলেন্দু বড়ুয়ার কর্মজীবন শিক্ষকতা দিয়ে শুরু হলেও সাংবাদিকতায় তিনি দীর্ঘ চার দশকের অধিক দৈনিক আজাদীতে অতিবাহিত করেন। ইতোমধ্যে তাঁর ২৫ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বরেণ্য ব্যক্তিত্বদের লেখায় সমৃদ্ধ বিমলেন্দু বড়ুয়া স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, তিনি ২০০৭ সালের ১৩ জানুয়ারি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ২২ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্টেশন রোড থেকে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআইআইইউসির ১৮তম ইন্টারন্যাশনাল কনফারেন্স ২৪ জানুয়ারি শুরু