ভাষা সৈনিক ও চট্টগ্রামে প্রথম শহীদ মিনার নির্মাণের নেতৃত্বদানকারী, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক কাজী জাফরুল ইসলামের নবম মৃত্যুবার্ষিকী আজ। পঞ্চাশ ও ষাটের দশকে প্রগতিশীল ছাত্র আন্দোলনের এই নেতা আইয়ুবের সামরিক শাসনামলে একাধিকার কারারুদ্ধ হন। ১৯৬২ সালে তাঁরই নেতৃত্বে চট্টগ্রাম কলেজ এলাকায় নির্মিত হয় প্রথম শহীদ মিনার। পরে তার অনুসরণে মহানগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও শহীদ মিনার নির্মাণ এবং বড় পরিসরে একুশ ফেব্রুয়ারি পালন শুরু হয়। কাজী জাফরুল ইসলাম ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ সভাপতি এবং বাষট্টির শিক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক। ১৯৬৬ সালে দৈনিক আজাদীতে যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। মাঝে কয়েকবছর দৈনিক সংবাদে কাটালেও ফিরে এসে অবসরগ্রহণের আগ পর্যন্ত দৈনিক আজাদীতেই ছিলেন। তিনি সাংবাদিকদের পেশার মর্যাদা রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।