দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এক যোগে নারী নির্যাতনবিরোধী শপথবাক্য পাঠের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাদরাসা ও কারিগরি বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সারাদেশে একযোগে সব শিক্ষার্থীকে দিয়ে নারী ও শিশু নির্যাতন বিরোধী শপথ পাঠ করানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, জনসমাগমস্থলসহ প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। সময়ের সঙ্গে পাল্টাচ্ছে নির্যাতনের ধরন। সাইবার জগতেও নারীর প্রতি হয়রানি এখন ভয়াবহ রূপ নিয়েছে। এসব নারী ও শিশু নির্যাতনরোধে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।