আজ সদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু

| বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

আজ সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের রজতজয়ন্তী উৎসব উপলক্ষ্যে পণ্ডিত বারীণ মজুমদার স্মরণে পঞ্চবিংশতিতম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু হবে সন্ধ্যা ৬ টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। তিনদিনব্যাপী আটপর্বে আয়োজিত সম্মেলনের আজ প্রথম দিন এবং প্রথম পর্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অতিথি থাকবেন পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে উচ্চাঙ্গ সংগীত বিষয়ক বাংলাদেশের একমাত্র নিয়মিত প্রকাশনা ‘সুরশৃঙ্গার’ এর রজতজয়ন্তী স্মারক গ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হবে। এরপর সন্ধ্যা ৬.৩০ টা থেকে অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাতির হামলায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধচেয়ারম্যান বাবুল হত্যা চেষ্টায় মামলা