আজ সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল বিএনপির

| শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

সংসদ নির্বাচনের আগেরদিন আজ শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। নির্বাচন বর্জন এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গতকাল শুক্রবার দেশব্যাপী মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করে দলটি।

রিজভী বলেন, ৬ জানুয়ারি শনিবার সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতাল। অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয়নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং সব কারাবন্দির মুক্তি দাবিতে এ কর্মসূচি পালন হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিনেই ২৮ হাজার আবেদন
পরবর্তী নিবন্ধশান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ তৈরির আহ্বান কমনওয়েলথের