চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে চলাচলরত ৪টি বাস কোম্পানিতে কর্মরত পরিবহন শৃমিকরা আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন।
গাড়ির চালক, সুপারভাইজার ও সহকারীরা জানান, মারছা চেয়ার কোচ, স্বাধীন ট্রাভেল, পুরবী চেয়ার কোচ ও সৌদিয়া কোচ সার্ভিসে কর্মরত চালক, সুপারভাইজার ও সহকারীরা বেতন–ভাতা বৃদ্ধি, শ্রম আইনে বিধি বিধান অনুযায়ী নিয়োগপত্রের জন্য দীর্ঘ দিন দাবি জানিয়ে আসছে। এই লক্ষ্যে চট্টগ্রাম–কক্সবাজার রুটে এই ৪ কোম্পানির পরিবহনের ক্লোজ ডোর শ্রমিকেরা আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন।
গতকাল সকাল ১১টায় আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সংশ্লিষ্ট পরিবহনের কর্মরত শ্রমিকেরা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে গত ৮ বছর আগে নির্ধারিত বেতনে জীবন যাপন ও পরিবার পরিজনের ভরণ পোষন দুঃসাধ্য হয়ে পড়েছে। তারা বলেন, ইতিমধ্যে ৩ বার গাড়ি ভাড়া বৃদ্ধি করা হলেও শ্রমিকদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়নি। শ্রমিক নেতৃবৃন্দ বলেন, পরিবহন শ্রমিকদের বেতন–ভাতা বর্তমান বাজারের সাথে সংগতি রেখে বৃদ্ধি, অন্যান্য ন্যায্য প্রাপ্য যাতে পরিবহন শ্রমিকেরা পায় সেই বিষয়ে মালিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট মহলকে বার বার অবহিত করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রমিকদের যৌত্তিক দাবি এখনো পূরণ করা হয়নি। এমতাবস্থায়, পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালন করা ছাড়া আর কোন বিকল্প পথ নেই।
সভায় বক্তব্য রাখেন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক মো. মুছা, যুগ্ম সম্পাদক কামাল আজাদ, সহসম্পাদক কলিম উল্ল্যা, প্রচার সম্পাদক মো. রফিক, সদস্য বদর মিয়া, আবদুল মাবুদ, শওকত আলী, সামশুল আলম, মোহাম্মদ হারুন, জসিম উদ্দিন প্রমুখ।