আজ শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

ওমানে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে বাংলাদেশ দল এখন দুবাইতে। দুবাইয়ে একদিনের কোয়ারেনটাইন পর্ব সেরে গতকাল অনুশীলন করেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ মঙ্গলবার প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে একদিন মাত্র অনুশীলনের সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল সোমবার অনুশীলন করে বাংলাদেশ দল। আইপিএল অধ্যায় শেষে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের । এরপর ১৫ অক্টোবর ওমানে ফিরবে বাংলাদেশ। সেখান থেকে বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে টাইগাররা।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল দিবসে লালদীঘি পার্কে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধকোয়ালিটির সাথে ব্রাদার্সের সৌভাগ্যের ড্র