আজ শেষ হচ্ছে প্রচারণা

খাগড়াছড়ি-লামা পৌর নির্বাচন

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

আগামী ১৬ জানুয়ারি খাগড়াছড়ি ও লামায় পৌরসভা নির্বাচন। নির্বাচনে ভোট পেতে চেষ্টার কোনো কমতি রাখছেন না প্রার্থীরা। বিভিন্নভাবে গণসংযোগ করছেন তারা। চষে বেড়াচ্ছেন পৌর এলাকা। এদিকে আজ বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হচ্ছে আনুষ্ঠানিক ‘নির্বাচনী প্রচারণা’।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তেও থেমে নেই প্রার্থীরা। পৌর এলাকা ঘুরে ঘুরে তারা ভোটারদের সাথে কথা বলছেন। নির্বাচনী প্রতিশ্রুতি তো রয়েছেই; সঙ্গে জানাচ্ছেন পরিকল্পনার কথা। খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল আলম, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরী ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইব্রাহিম খলিল।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ বলেন, খাগড়াছড়ি পৌর নির্বাচনে ৪ মেয়রসহ ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে ৩৭ হাজার ৮৭ জন ভোটার ভোট দেবেন এবার। অপরদিকে পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের জন্য দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে ৬ উপজেলার নির্বাচন কর্মকর্তারা ইভিএম ব্যবহার সম্পর্কে জানিয়েছেন তাদের।
লামা প্রতিনিধি জানান, লামা পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৩৫ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। শেষ মুহূর্তেও অব্যাহত রয়েছে তাদের মন জয়ের চেষ্টা। কৌশলী প্রচার ও নির্বাচনী প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের কাছে টানছেন তারা।
লামা উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসাইন বলেন, লামা পৌর এলাকায় ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৮৯ জন। নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন ঘিরে ইতোমধ্যে পৌর এলাকা পোস্টারে ছেয়ে গেছে। সরব প্রতিটি সড়ক ও অলি-গলি। শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে গণসংযোগ করছেন প্রার্থীরা। প্রচারণার সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে নির্বাচনী কৌশলও। লামা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. জহিরুল ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহীন।

পূর্ববর্তী নিবন্ধআট প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান আবুল হাশেম