বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসব’ আজ থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি ভবনে অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৫টায় দেশে প্রথমবারের মতো আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। সাহিত্যিক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক আমীরুল ইসলাম, চট্টগ্রাম মানবাধিকার কমিশনের সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম কমু, নগর পরিকল্পনাবিদ লেখক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘পথ খুঁজছে শিশুসাহিত্য’ সেমিনার।
কবি ওমর কায়সারের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক আনজীর লিটন। আলোচক থাকবেন আবু মুসা চৌধুরী, রোমেন রায়হান, সিতাংশু কর, আজিজ রাহমান, জাকির হোসেন কামাল। পরদিন বিকেল সাড়ে ৫ টায় থাকছে ‘দূরে থেকেও কাছের যারা’। এ পর্বে যাঁদের লেখা থেকে পাঠ হবে, তাঁরা হলেন : অজয় দাশগুপ্ত, বিশ্বনাথ চৌধুরী বিশু, সনতোষ বড়ুয়া, সুদীপ্ত দেব, খালেদ সরফুদ্দীন, শামস চৌধুরী রুশো, শ্রীধর দত্ত, সুলতানা নুরজাহান রোজী, মির্জা মোহাম্মদ আলী, দিল মোহাম্মদ। সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে ‘বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা’ প্রদান অনুষ্ঠান। এবার যাঁরা পদক পাচ্ছেন, তাঁরা হলেন : তপংকর চক্রবর্তী, সনজীব বড়ুয়া, রোকেয়া খাতুন রুবী, হাসনাত আমজাদ ও আশরাফুল আলম পিনটু। এ পর্বে সভাপতিত্ব করবেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ড. মাহবুবুল হক, আলোচক থাকবেন কথাপ্রকাশের প্রকাশক জসিম উদ্দিন। বইমেলায় মোট ১২টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকছে। সেগুলো হলো : কথাপ্রকাশ, চন্দ্রাবতী একাডেমি, আদিগন্ত, বাঙালি, শৈলী, শব্দশিল্প, প্রজ্ঞালোক, অক্ষরবৃত্ত, রাদিয়া, শালিক, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি। মেলায় ৩০% কমিশনে বই বিক্রি হবে। প্রেস বিজ্ঞপ্তি।












