আজ শুরু হচ্ছে ‘আয়কর তথ্য সেবা মাস’

মেলার আদলে চার কর অঞ্চল প্রাঙ্গণে বুথ বসিয়ে দেয়া হবে করসেবা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

এবারও হচ্ছে না আয়কর মেলা। মেলা না হলেও মেলার আদলে আজ থেকে শুরু হচ্ছে ‘আয়কর তথ্য সেবা মাস’। চট্টগ্রামের চারটি কর অঞ্চল প্রাঙ্গণে বুথ বসিয়ে ৩০ নভেম্বর পর্যন্ত মেলার মতোই করসেবা দেয়া হবে জানিয়েছেন আয়কর কর্মকর্তারা।

জানা গেছে, করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন করদাতারা রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতারা রিরেজিস্ট্রেশন করতে পারবেন। করদাতাদের আয়কর রিটার্ন, টিআইএন আবেদন এবং চালান ফরম প্রদান করা হবে। এছাড়া ইপেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন। আয়কর বিভাগের কর্মকর্তারা জানান, আয়কর সম্পর্কে ভীতি দূর, কর সচেতনতা বৃদ্ধি ও আরো নিবিড় করসেবা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২০২০ সালে প্রথম বারের মতো নভেম্বর মাসকে করসেবা মাস ঘোষণা করে। করসেবা মাসে প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে করসেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি কর অঞ্চলের ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিয়ালসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য থাকবে।

এদিকে আজ সকাল ১১ টায় নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার পেলিক্যান ভবনের নিচে ‘আয়কর তথ্য সেবা মাস’ কার্যক্রমের উদ্বোধন করবেন কর অঞ্চল১ এর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার।

পূর্ববর্তী নিবন্ধডুয়েলগেজে রূপান্তর করা হচ্ছে চট্টগ্রাম দোহাজারী রেলপথ
পরবর্তী নিবন্ধটানেলের সঙ্গে সড়ক নেটওয়ার্ক গড়তে ৫৮৪ কোটি টাকার প্রকল্প