আজ শিল্পকলায় শুরু হচ্ছে উচ্চারক শিশু আবৃত্তি উৎসব

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

শৈশবেই বুনন হোক সাম্যের মনন’ এই শিরোনামে আজ থেকে শুরু হচ্ছে উচ্চারক শিশু কুঞ্জের আয়োজনে দুই দিনের শিশু আবৃত্তি উৎসব। উৎসবে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে সকাল ১০টায় উৎসব উদ্বোধন করবেন ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার মোহাম্মদ নুর নবী। বিশেষ অতিথি থাকবেন চবি দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ ও সাংবাদিক মনজুর কাদের মনজু। শুভেচ্ছা কথনে অংশ নেবেন নাট্যজন স্বপন মজুমদার, কবি শহিদ মিয়া বাহার, লেখক ও গবেষক খন রঞ্জন রায়, লেখক ও সংগঠক সজল চৌধুরী, সাংবাদিক সাইদুল ইসলাম।

দুইদিনের এই আবৃত্তি উৎসবে চট্টগ্রামের ছয়টি, ঢাকা ও খাগড়াছড়ির তিনটি আবৃত্তি সংগঠনের দুই শতাধিক শিশুশিল্পী বৃন্দ ও একক আবৃত্তিতে অংশগ্রহণ করবে। এছাড়া আমন্ত্রিত আবৃত্তিশিল্পী, ছড়া শিল্পী এবং নৃত্যশিল্পীরাও এই আবৃত্তি উৎসবে তাদের পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করবে। উৎসবে আবৃত্তি ছাড়াও থাকছে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য বায়োস্কোপ প্রদর্শন, যাদু প্রদর্শন ও গল্প বলা।

দুই দিনের এই উৎসবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উচ্চারক শিশু উৎসবের আহ্বায়ক সাংবাদিক আলীউর রহমান ও উচ্চারক সভাপতিসাংবাদিক ফারুক তাহের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী যুব ফোরামের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
পরবর্তী নিবন্ধআল্লাহর সন্তুষ্টি অর্জনে সৃষ্টির সেবায় নিবেদিত হতে হবে