আজ শিল্পকলায় ‘একটি অবাস্তব গল্প’ নাটকের শতকোত্তর মঞ্চায়ন

| সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

আজ সোমবার সন্ধ্যে ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে গ্রুপ থিয়েটারসংগঠন লোক থিয়েটার পরিবেশন করবে তাদের ‘একটি অবাস্তব গল্প’ নাটকের শতকোত্তর মঞ্চায়ন। ২০১২ সালে নাটকটির শততম মঞ্চায়ন সম্পন্ন হয়। নতুন প্রজন্মের নাট্যকর্মীদের নিয়ে নতুন আঙ্গিকে নির্মিত নাটকটির আজ শতকোত্তর মঞ্চায়ন উপলক্ষে দলটি বিভিন্ন পর্যায়ের কলাকুশলীদের মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। বিমল বন্দ্যোপাধ্যায় রচিত ও মনসুর মাসুদ নির্দেশিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডা. বুশরা আল মোবাশ্বেরা, পাভেল চৌধুরী, রেহানা বেগম হেলেন, কে এম সাইফুল ইসলাম, বিকিরণ বড়ুয়া, বাপ্পি হায়দার, সৈকত দাস, অভি কুমার দাস, ডা. দিপ্ত বিশ্বাস ও মনসুর মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিভাসের নতুন প্রযোজনা ‘পাপ’ টিআইসিতে আজ ও আগামীকাল
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২২.৪৬ কোটি টাকা