জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আজ শুক্রবার বিকাল ২টায় ঐতিহাসিক লালদীঘির ময়দানে অনুষ্ঠিত হবে। সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাগপার সহ–সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম।
সমাবেশ উপলক্ষে সকাল ১০টা থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। ময়দানে অনুষ্ঠিত হবে সালাতুল জুমাও। এদিকে গতকাল বৃহস্পতিবার সমাবেশস্থল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগর জাগপা’র সভাপতি আবু মুজাফফর মুহাম্মদ আনাছ, ইসালামী আন্দোলন মহানগর সহ–সভাপতি নুরুদ্দীন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল–মুহাম্মদ ইকবাল, মহানগরী জামায়াত নেতা হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, মোস্তাক আহমদ প্রমুখ।
গতকাল বৃহস্পতিবার সকালে প্রস্তুতি নিয়ে মহানগরী জামায়াতের কার্যালয়ে কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বৈঠকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহ’র সুস্থতা কামনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন–অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, মোরশেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম ৯ আসেন সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, এস এম লুৎফর রহমান, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যাপক মুহাম্মদ নুর, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
আজকের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান ৮ দলের চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।












