আজ মালয়েশিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

ইমার্জিং এশিয়া কাপ | সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপে আজ মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। গতকাল রোববার অনুশীলন করে আজ সোমবারই মাঠে নামতে হচ্ছে লতা মন্ডলের দলকে। এদিন বেলা সাড়ে এগারোটায় মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ভোর সাতটায় উদ্বোধনী ম্যাচে শ্রীলংকা ও আরব আমিরাত মুখোমুখি হবে। ১২ থেকে ২২ জুন হবে ৮ দলের এই টুর্নামেন্ট। ম্যাচ হবে মোট ১৫টি। মূলত অনূর্ধ্ব২৩ পর্যায়ের টুর্নামেন্ট হলেও দুজন নেওয়া যায় তার চেয়ে বেশি বয়সের। সেই হিসেবে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন লতা ও নাহিদা আক্তার। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলংকা। এই গ্রুপ থেকে দুই দল খেলবে সেমিফাইনালে। এছাড়া ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক হংকং ছাড়াও নেপাল, পাকিস্তান ও ভারত। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। সোমবার ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ১৪ জুন শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ১৬ জুন আরব আমিরাতের বিপক্ষে খেলবে গ্রুপের শেষ ম্যাচ। ১৯ জুন হবে সেমিফাইনাল, ফাইনাল ২১ জুন।

পূর্ববর্তী নিবন্ধ২০২৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যাদের বিপক্ষে খেলবে
পরবর্তী নিবন্ধফ্রেঞ্চ ওপেনের রানি সিওনতেক