আজ মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫ তম মৃত্যুবার্ষিকী

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আলোচনা সভা আজ বিকাল ৪টায় কদম মোবারক মুসলিম এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মুখ্য আলোচক থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। বিশেষ অতিথি থাকবেন চবি অধ্যাপক জিনবোধি ভিক্ষু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম, শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যাপক সামশুদ্দিন শিশির, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারীপরিচালক মো. জসিম উদ্দিন, কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব মাওলানা বদিউল আলম রিজভী। এছাড়া বাদে ফজর খতমে কোরআন, মিলাদ মাহফিল, মোনাজাত, কবর জেয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও মিষ্টি বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল মাসিক চাটগাঁ ডাইজেস্টের ৩১ তম বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধএভারকেয়ার হাসপাতালে বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ ক্যাম্পেইন