ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে প্রয়াত বদিউল আলম চৌধুরী, সৈয়দ নুরুল হুদা ও এম এ সাত্তারের স্মরণে আলোচনা সভা আজ শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রামের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠেয় স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। প্রধান বক্তা থাকবেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। এতে আগ্রহীদের অংশগ্রহণের জন্য ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম এর সভাপতি কাশেম শরিফ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।