আজ বোয়ালখালীতে আবদুল আজিজ (ক.) এর বার্ষিক ওরশ

| শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীর বেঙ্গুরাস্থ দরবারে গাউসিয়া আজিজিয়া ইউসুফিয়া মনজিলে (আজিজ ভাণ্ডার) হযরত শাহ সূফি হযরত মাওলানা আবদুল আজিজ আল মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে রওজা শরীফ গোসল, গিলাফ চড়ানো, খতমে কোরআন, খতমে গাউসিয়া, আলোচনা সভা, মিলাদ ও কাওয়ালী মাহফিল। ওরশে ভক্তআশেকানদের উপস্থিত থাকার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাজিরা থানা থেকে ওসির মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধআশিকুর রহমান লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা