আজ শনিবার রাত ৯.২৫টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আবদুল মান্নান রানার একক সংগীতানুষ্ঠান ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’। অনুষ্ঠানটির প্রযোজনা করছেন রোমানা শারমিন। উপস্থাপনা করবেন ফারজানা আক্তার।
আবদুল মান্নান রানা’র অন্যতম অ্যালবাম ‘যেখানে যাও ভালো থেকো’, এটিএন মিউজিক থেকে প্রকাশিত ‘ডায়রী’, লেজার ভিশনের ‘দেশের জন্য’ ও ‘তুমি প্রেম দিয়ে পোড়ালে’সহ প্রায় ৮টি অ্যালবাম বেরিয়েছে।
প্রয়াত সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই ছবির ‘চিঠি এলো জেলখানাতে, চাঁদনী ছবির ‘কতদিন পরে দেখা হলো দুজনাতে, ‘মাগো আমার মাথা ছুঁয়ে দোয়া করে দাও, এরকম অনেক জনপ্রিয় কালজয়ী গানে কন্ঠ দেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।