আজ বিকেলে নগরে এনসিপির পদযাত্রা ও সমাবেশ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে জুলাই মাসব্যাপী সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি করছে জাতীয় নাগরিক পার্টিএনসিপি। তারই ধারাবাহিকতায় আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগরীতে হবে এনসিপির পদযাত্রা ও সমাবেশ। এর আগে আজ সকালে রাঙামাটি পদযাত্রা করবে এনসিপি। পরে বিকেল সাড়ে ৫টায় ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানে জমায়েত হয়ে সন্ধ্যা ৬টায় সেখানে সমাবেশ করবে দলটি।

সমাবেশ শেষে নগরের বিভিন্ন সড়কে পদযাত্রা করবে এনসিপি। সমাবেশ শেষে দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ২ নম্বর গেট থেকে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা, নিউমার্কেট, টাইগারপাস, আগ্রাবাদ, হালিশহর, ইপিজেড ও খুলশীসহ সড়কে পদযাত্রা করবে।

এনসিপি চট্টগ্রাম অঞ্চলের মিডিয়া উইংয়ের মুখপাত্র আরফাত আহমেদ রনি আজাদীকে বলেন, রোববার সকালে আমাদের নেতৃবৃন্দ রাঙামাটি যাবেন। সেখান থেকে বিকেলে ফিরবেন। বিকেল সাড়ে ৫টায় নগরের ২ নম্বর গেট সমবেত হয়ে সমাবেশ হবে। সমাবেশ শেষে নগরের বিভিন্ন এলাকায় পদযাত্রা শুরু হবে। এতে নগরের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে স্থানীয় নেতাকর্মীরা মূল সমাবেশ ও পদযাত্রায় অংশ নিবেন।

পূর্ববর্তী নিবন্ধস্বৈরতন্ত্র পরিবারতন্ত্র বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে
পরবর্তী নিবন্ধমঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির, বসেই দিলেন বক্তৃতা