ফেভারিট ঢাকা বিদায় নিয়েছে শেষ চারের আগেই। খুলনা বিদায় নিয়েছে শেষ চার থেকে। তবে সবার আগে ফাইনালে জায়গা করে নিয়েছে বরিশাল। এখন ফাইনালে সাকিবের দলের সঙ্গী হবে কোন দল তা নির্ধারিত হবে আজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনেটর রাউন্ডের ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে খুলনা টাইগার্সকে পরাজিত করে ফাইনালের আশা জিইয়ে রাখে চট্টগ্রাম। অপরদিকে কোয়ালিফায়ার রাউন্ডের প্রথম ম্যাচে ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পরাজিত করে সবার আগে ফাইনাল নিশ্চিত করে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। এই ম্যাচে হেরেও ফাইনালের আশা ঠিকে ছিল কুমিল্লার। আজ চট্টগ্রামকে হারাতে পারলেই ফাইনালে বরিশালের সঙ্গী হবে কুমিল্লা। অপরদিকে চট্টগ্রামেরও সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার। আর সে পথে চট্টগ্রামকে জিততে হবে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে। এবারের বিপিএলের লিগ পর্বে দুই দেখাতেই জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ের পর দ্বিতীয় মোকাবেলায় ৫২ রানে জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ফেভারিট হিসেবে বিপিএল শুরু করা কুমিল্লা কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচে বরিশালের সাথে পেরে উঠেনি। স্বল্প পুঁজি নিয়েও কুমিল্লাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। অপরদিকে চট্টগ্রাম একরকম খাদের কিনারা থেকে ফিরে এসে ফাইনালে যাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। তাই আজ নিশ্চয় ফাইনালের টিকিট পাওয়া ছাড়া আর কিছু ভাববে না চট্টগ্রাম। তাই ম্যাচটা কঠিনই হবে চট্টগ্রামের জন্য। অপরদিকে কুমিল্লাও চাইবে শেষ সুযোগটাকে কাজে লাগাতে। তাই লড়াইটা বেশ জমজমাট হবে তা বলাই যায়।