ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের ১০ বছর পূর্তি উৎসব আজ শনিবার বিবিরহাটে সানমুন কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আয়োজনের মধ্যে রয়েছে অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলন এবং বার্ষিক পুরস্কার বিতরণ। এতে উদ্বোধক থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মঈনুল হাছান। প্রধান অতিথি থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী। প্রধান আলোচক থাকবেন ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল খালেক। বিশেষ অতিথি থাকবেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাসান মুরাদ চৌধুরী ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












