আজ প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিমের ১ম মৃত্যুবার্ষিকী

| শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ও সাবেক প্রসিডেন্ট প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিমের ১ম মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের আজকের এই দিনে তিনি আমেরিকায় ইন্তেকাল করেন। প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম ছিলেন বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন দেশের একজন খ্যাতনামা শল্য চিকিৎসক। ছিলেন একজন শিক্ষক ও দক্ষ প্রশাসক। প্রফেসর ফজলুল করিম ছিলেন একজন স্বপ্নবাজ মানুষ। তার স্বপ্নের ফসল আজকের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। এই হাসপাতালের উন্নয়ন ও অগ্রগতিতে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। এই হাসপাতালকে তিনি তার আরেক সন্তানের মতো মনে করতেন। তাই এই হাসপাতালকে ঘিরেই ছিলো তার ধ্যান জ্ঞান সব। সারাক্ষণ তিনি হাসপাতালকে নিয়ে হাসপাতালের উন্নয়ন নিয়ে চিন্তা করতেন। তার স্বপ্নের মা ও শিশু হাসপাতাল আজ বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারি হাসপাতাল। একনামেই যেটি সারাদেশে সুপরিচিত। চট্টগ্রামের বুকে এটি একটি বিশাল মহিরুহ হয়ে দাঁড়িয়ে আছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল যতদিন থাকবে ততদিন চট্টগ্রামের মানুষ তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জুমা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসিতে মাদকবিরোধী আলোচনা সভা
পরবর্তী নিবন্ধওআইসির নারী সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী