আজ প্রকৌশলী রফিক সিকদার ও ফেরদৌসি সিকদারের তিন গ্রন্থের প্রকাশনা উৎসব

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

বলাকা প্রকাশনার উদ্যোগে কবি ও লেখক প্রকৌশলী রফিক সিকদারের ২টি গ্রন্থ ‘কাব্যসমগ্র’ ও ‘নাট্যসমগ্র’ এবং গল্পকার ফেরদৌসি সিকদারের গল্পগ্রন্থ ‘আমার ছোটগল্প’র প্রকাশনা অনুষ্ঠান আজ বিকেল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। বলাকা প্রকাশনার প্রকাশক গবেষক জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চুয়েটের সাবেক উপাচার্য প্রকৌশলী মোজাম্মেল হক, আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। আলোচক থাকবেন, অধ্যাপক হোসাইন কবির, চবি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাইসার কবির, লতিফা সিদ্দিকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাচিক শিল্পী রেবা বড়ুয়া। প্রকাশনা অনুষ্ঠানে বইপ্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ উচ্চারকের ‘মন ও মানচিত্রের বিভাজন’
পরবর্তী নিবন্ধথ্যালাসেমিয়া আক্রান্তদের প্রতিবন্ধী কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবি