দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে পলোগ্রাউন্ড স্কুল মাঠে। আজ সোমবার বিকেল তিনটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় ও চট্টগ্রামের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এর আগে গত শনিবার কাজীর দেউরি মোড়, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এবং নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে শহীদ নুর আহমদ সড়কের যে কোনো একটিতে সমাবেশ আয়োজন এবং মাইক ব্যবহারের অনুমতি চেয়ে সিএমপি’তে চিঠি দিয়েছিল বিএনপি। তবে এর কোনোটিতেই অনুমতি দেয়নি। সর্বশেষ গতকাল রোববার সন্ধ্যায় পলোগ্রাউন্ড স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন নগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং সদস্য সচিব আবুল হাশেম বক্কর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দলীয় নেতাকর্মীদের নির্ধারিত সময়ে সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
ওয়ার্ডে প্রস্তুতি সভা : সমাবেশকে সফল করার লক্ষ্যে ৩৮নং ওয়ার্ড বিএনপি’র প্রস্তুতি সভা এম.এ. আজিজ এস্টেট প্রাঙ্গণে গতকাল সন্ধ্যায় ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এ. আজিজ। তিনি বলেন, জনগণের সাথে প্রতারণা করে সরকার আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে নিজেদের পকেট ভর্তি করছে। এতে বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা বিএনপির সহ-সভাপতি হাজী সালাউদ্দিন, চট্টগ্রাম মহিলা দলের সহ-সভাপতি শাহিদা খানম, নেজাম উদ্দিন, সরোয়ার মোল্লা, তাজউদ্দিন, আনোয়ার হোসেন ঝুনু, মাহাবুব আলম, মো. ইলিয়াছ, জামাল উদ্দিন লেদু, সবুজ গাজী, রাশেদুল আলম, নেজাম উদ্দিন, দিদার আলম, কামরুদ্দিন, আবু রায়হান চৌধুরী, আনোয়ার হোসেন, মোহাম্মদ হোসেন, আব্দুর রহিম, মোঃ আরিফ, কামাল উদ্দিন, আজিম, আব্দুল আজিজ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু, মোঃ এস্কান্দর, খোরশেদ আলম, কায়সার হামিদ, ফাতেমা কাজল, সুরাইয়া আলম, সাইদুল আলম, আবু নাঈম, সাজ্জাদ, লিয়াকত, মামুন, নজরুল।