আজ নাটনন্দন নাট্যোৎসব শুরু

| মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

মহৎভাব ও আদর্শের উৎসব স্লোগানকে হৃদয়ে ধারণ করে নাটনন্দন আজ থেকে ১৭ জানুয়ারি ৭ দিনে, ৬ টি দলের অংশগ্রহণে, ৭টি নাটক নিয়ে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে উদযাপন করতে চলেছে নাটনন্দন নাট্যোৎসব। নাটকের উদ্বোধন, মঞ্চায়ন, স্মরণিকা প্রকাশ শেষে ‘টেন মিনিটস উইথ টিম’।
আজ নাট্যোৎসব উদ্বোধন হবে বিকাল ৫ টায়। উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করবেন উৎসব আহ্বায়ক আছমা আক্তার লিজা। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকসমূহ মঞ্চস্থ হবে। এতে মঞ্চস্থ হবে, ‘নারী ও রাক্ষসী’, ‘মৃত্যুপাখি’, ‘শেখ সাদী’, ‘অর্ন্তজলী’, ‘অকশন’, ‘বোধ,’ ‘রাইফেল’। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসছে নাটক ‘বিয়ে করতে গিয়ে’
পরবর্তী নিবন্ধবুবলীর চ্যালেঞ্জিং অভিযান